সিলেটের জৈন্তাপুরে সারী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানায়ায়, ৮মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কামরাঙ্গী স্কুল সংলগ্ন ঘাটে সারীনদীর পানিতে গোসল করতে নামে শিশু আরিফ উদ্দিন (৯) সহ অন্যান্যরা। হঠাৎ করে সে পানিতে তলিয়ে যায়। শিশুটি পানিতে তলিয়ে যেতে দেখে স্থানীয়রা তাৎক্ষনীক ভাবে উদ্ধার করে নদীর তীর তুলে আনে। পরে নিকট আত্মীয়রা দ্রæত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক নৌরাত শিশুটিকে পরীক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষনা করেন। নিহত শিশু জৈন্তাপুর উপজেলার কামরাঙ্গী গ্রামের আব্দুল আলী উরফে বড় হুনার ছেলে আরিফ উদ্দিন (৯)।
শিশুর পিতা আব্দুল আলী উরফে বড়হুনা বলেন, ভাগ্যের নির্মম পরিহাসে আমার ছেলে আজ গোসল করতে নেমে আজীবনের জন্য আমাদের ছেড়ে চলে গেল। প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে দাফন করা হবে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছে একটি শিশু পানিতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। স্বজনরা উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেছে। প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে দাফন করা হবে।
সারী নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
RELATED ARTICLES