শাহীন আহমদ ইমন , গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
১৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের পশ্চিম লাখের পারের লক্ষীপুর এলাকার সাত্তার মিয়া ও তার ছোট ভাই আব্দুল কুদ্দুস মিয়ার বসত ঘরেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয় জনতা -গোয়াইনঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো: রানা আহমেদ জানান, আগুনের সুত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ারসার্বিস ও স্থানীয়দের সহযোগিতায় অগ্নিকান্ডে সময় নগদ অর্থসহ প্রায় অর্ধ কোটি টাকার জিনিস পত্র উদ্ধার করা হয়েছে।,আগুন নিয়ন্রণে চলে আসার পরও প্রায় ১কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামসহ এলাকার জন প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।