সিলেটের জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত
এলাকাবাসী সূত্রে জানাযায়, ৪ মে মঙ্গলবার সেহরীর পর পর ভারতের সান্ডাই বস্তিতে ভারতীয় মোবাইলের একটি চালান বাংলাদেশে নিৃযে আসতে এবং মটরশুটি নিয়ে ভারতে প্রবেশ করে চোরাকারবারী দলের সদস্যরা৷ ফেরার পথে খাসিয়ার গুলিতে কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের জামাল মিয়ার ছেলে মকবুল আলী (২৮) নিহত হয় ৷
এলাকাবাসী আরও জানান, সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা ক্যাম্পের আওতাধীন ১২৮০-১২৮৪ এলাকা দিয়ে দীর্ঘ দিন হতে বিজিবির সোর্সম্যান মির্জান রুবেল (২৯) ও শামীম আহমদ (৩৫) এর নির্দেশনায় ভারতে মটরশুটি, সুপারী স্বনের বার সহ বিভিন্ন প্লাষ্টিক সামগ্রী পাচার হয়ে আসছে ৷ বিপরিতে কসমেটিক্স, ভারতীয় নিষিদ্ধ শেখ নাছির উদ্দিন বিড়ি, বিভিন্ন ব্যান্ডের সিগারেট, মদ ও ইয়াবা এবং গরু-মহিষ, মটর সাইকেল, শাড়ী ও মোবাইল সামগ্রী বাংলাদেশে নিয়ে আসে ৷ সম্প্রতি ভারতের সীমান্ত বন্দ থাকায় বাংলাদেশীরা চোরাইপথে পণ্য আনা-নেওয়া করছে৷ ভারতীয় সান্ডাই বস্তির খাসিয়া লাইন বন্দ থাকার কারনে চোর সন্দেহে গুলি ছুড়ে ৷ ফলে ঘটনাস্থলে বাংলাদেশী যুবকের মৃত্যু হয় ৷ এসময় সাথে থাকা অন্যান্য বাংলাদেশীরা মকবুল আলীর লাশ ভারতের ভিতর হতে সীমান্তের জিরো লাইনে এনে রেখে তারা চলে আসে ৷
এবিষয়ে জানতে মিনা টিলা বিশেষ ক্যাম্পে একাধিক বার ফোন দিলে কোউ ফোন রিসিভ করেনি৷ ৪৮ বিজিবির শ্রীপুর কোম্পানী কামান্ডার জানান, তারা যুবক মৃত্যুর ঘটনা শুনতে পেরেছেন তবে কি কারনে ঘটেছে তা নিশ্চিত নন৷
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর জানান, মৃত্যুর সংবাদ পেয়েছি সটিক খোঁজ নিতে ঘটনাস্থলে লোক প্রেরণ করা হচ্ছে ৷