সিলেট তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ৭নং কুপ এলাকার বাস ব্যটারী চালিত টমটম এবং মটর সাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ৷ ঘটনাস্থলে শিশু সহ তিনজন নিহত হন, আহত অন্তত ২০ ৷
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ৬ এপ্রিল বুধবার বিকাল সাড়ে ৪টায় সিলেট হতে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (সিলেট- মেট্রো- ব-১১-০০০১) এর সাথে ২টি ব্যাটারী চালিত টমটম ও ১টি মটর সাইকেলে মুখিমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এঘটনায় ঘটনাস্থলে ৩জন নিহত হন, ২০জন আহত ৷ নিহতরা হলেন মটর সাইকেল আরোহী নেত্রকোনা জেলার পাঁচহাট খালিয়াজুড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আতাউর রহমান সানি (৩০), টমটম যাত্রী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত গ্রামের মুহাম্মদ আব্দুর রহমানের ছেলে মো. রোকন উদ্দিন (৪৫) অপর টমটম যাত্রী খাদিমনগর সিলেটের রস্তুমপুর গ্রামের মঞ্জুর আলমের ছেলে তাহমিদ তাসিন (১২) ৷ আহতদের নাম পাওয়ােযায়নি৷ আহত সকলেই বাসের যাত্রীছিলোন ৷
এদিকে দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করে৷ সুরতহাল রিপোর্ট তৈরী করে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দূর্ঘটনায় তিনজনের মৃত্যুর কথা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্তিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে ৷ দূর্ঘটনায় পতিত বাস মটর সাইকেল ও দুটি ব্যটারী চালিত টমটম হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে ৷