বাড়িবাংলাদেশেসিলেট বিভাগসুনামগঞ্জের চার উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের চার উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খন্দকার শহিদুল ইসলাম,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

সুনামগঞ্জ জেলার চার উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ভাইস-চেয়ারম্যান পুরুষ ও মহিলা-ভাইসচেয়ারম্যানগন শপথ গ্রহন করেন।

উপজেলাসমুহ জামালগঞ্জ, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও ধর্মপাশা।এই সব উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যান গনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ড়ড়এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। দেবজিৎ সিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার এতে সভাপতিত্ব করেন।

ওইদিন শপথ গ্রহণ করেন জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ভাইস চেয়ারম্যান আকবর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা; তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন ও মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন আক্তার; ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ মোরাদ, ভাইস চেয়ারম্যান এডভোকেট. এ.এইচ.এম. ওয়াসিম, মহিলা ভাইস চেয়ারম্যান অনামিকা আক্তার; বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান দিলোয়ার হোসেন দিলু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত মরিয়ম।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments