সিলেটের জৈন্তাপুরের হরিপুরে দাঙ্গায় নিহত মধ্যস্থাতাকারী হাফিজ মাওলানা সালেহ আহমদের নামাজে জানাজা রাত সাড়ে ১০টায় হেমু মাদ্রাসা মাঠে সম্পন্ন হবে। নামাজে জানাজা শেষে নিজবাড়ীতে দাফন করা হবে।
৪ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৭টায় হাউদপাড়া ও শ্যামপুরের মধ্যে জমি সংক্রান্ত বিরুদের জের ধরে টানা ১০ ঘন্টার দাঙ্গার সমাধান খোঁজতে গিয়ে উভর পক্ষের হামলায় নিহত হন মধ্যস্থাতাকারী হাফিজ মাওলানা সালেহ আহমদ (৩০)। পরে পুলিশ ঘন্টাস্থল হলে নিহতের লাশ উদ্ধার করে অধিকত্বর তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ৫এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় নিহতের লাশ ময়না দতন্ত শেষে পরিবারের নিকট হস্থান্তর করা হয়। রাত সাড়ে ১০টায় দারুল উলুম হেমু মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের নিজবাড়ীতে দাফন সম্পন্ন করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ।
অপরদিকে পরিবারের পক্ষ হতে আগামীকাল জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হবে বলে জানান। প্রসঙ্গ, হরিপুর বাজারের জমি সংক্রান্ত রিরুদ্ধের জের ধরে সৃষ্ট দাঙ্গার নিহত হন তিনি। এঘটনায় হরিপুর বাজারে আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে সার্বক্ষনিক পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত উভয় পক্ষে মধ্যে হতে থানায় কোন লিখিত অভিযোগ পড়েনি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, হরিপুরের দাঙ্গার ঘটনায় এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখনে পুরো বাজার পুলিশের নিয়ন্ত্রনে রাখা হয়েছে। নিহতের লাশ আজ বিকেলে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া হামলার ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি। আভিযোগ আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।