test
বাড়িএক্সক্লুসিভ নিউজহরিপুর বাজার ব্যবসায়ী সমিতি'র নির্বাচন সম্পন্ন সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক সোয়েব আহমদ

হরিপুর বাজার ব্যবসায়ী সমিতি’র নির্বাচন সম্পন্ন সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক সোয়েব আহমদ

জৈন্তাপুর প্রতিদিন ডেস্ক :
সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐহিত্যবাহী হরিপুর বাজার ব্যবসায়ী সমিতি’র নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে ৷
২৫ ডিসেম্বর শনিবার ফতেপুর ইউনিয়ন পরিষদ মাঠে সকাল ৯টা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে ৷ ৮টি পদে মোট ১৫জন প্রার্থী অংশ গ্রহন করে, মোট ভোটার ছিলেন ৮শত ৫৩ জন।
নির্বাচনে সভাপতি পদে আব্দুল্লাহ, সহ-সভাপতি মোঃ নোমান উদ্দিন, সাধারণ সম্পাদক সোয়েব আহমদ, সহ-সাধারণ সম্পাদক মিসবাউজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতলিব, সদস্য মোঃ জাকারিয়া, সিরাজ উদ্দিন নির্বাচিত হয়েছে। এছাড়া বিনা প্রতিদ্বন্ধি তায় নির্বাচিত হয়েছে অর্থ সম্পাদক পদে মোঃ আব্দুল লতিফ, প্রচার সম্পাদক পদে হাফিজ ইয়াহিয়া, দপ্তর সম্পাদক পদে আবুল হাসনাত ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ এমাদ উদ্দিন।

প্রধান নির্বাচন কমিশনার হিসাবে হরিপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার এবং নির্বাচন পরিচালনার প্রধান সচিব হিসাবে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ’র উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ দায়িত্ব পালন করেন ৷
নির্বাচন পরিচালনার সচিব জাকারিয়া মাহমুদ জানান, ঐহিত্যবাহী এবং উপজেলা সবচেয়ে বড় বাজার হলো হরিপুর বাজার, বাজারের ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১হাজারের উপরে রয়েছে। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবো নির্বাচন সম্পন্ন হয়েছে ৷ সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে টানা ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচন চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সিলেট জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, নবনির্বাচিত চেয়ারম্যান রফিক আহমদ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ডৌবাড়ী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলী’র সহ-সভাপতি আলা উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ মতিন, জৈন্তাপুর প্রেসক্লাব’র সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ হানিফ, সদস্য মোঃ নাজমুল ইসলাম, উপজেলা যুবলীগ’র আহবায়ক আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা কুতুব উদ্দিন সিকদার, যুবলীগ নেতা রুবেল শরিফ প্রমুখ।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালণ করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) আজিজুল হক খোকন, নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন রমজান রূপজান বাঘেরখাল একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল হক ও মাষ্টার আব্দুস সোবহান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments