
মোঃ আব্দুল আউয়াল বাবু ,
হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে মনোনয়ন পত্র আজ জমাদানের শেষ দিনে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সহ সাত জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দিন ব্যাপি প্রার্থীরা শোডাউন করে নির্বাচন অফিসে মনোনয়ন জমা প্রদান করেন।
আগামী ২৭ জুলাই এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ১০টি কেন্দ্রে ৪২টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন হবে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৮শত ১৬জন। তার মধ্যে নারী ভোটার সংখ্যা ৭হাজার ৯শত ছয় জন এবং পুরুষ ভোটার সংখ্যা ৭ হাজার ৯শত ১০জন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু তাহের মো: শফিকুল ইসলাম,আক্তার হোসেন খন্দকার, রনি হোসেন,রফিকুল ইসলাম, সামছুল হুদা, আকবার হোসেন ও শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার বিকালে হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসার রাসেদ খান সাত জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল চলতি বছরের গত ২১ মার্চ পদত্যাগ করে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করায় পদটি শুন্য হয়।
এ শূন্য চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য আজ সাতজনের মনোনয়নপত্র গ্রহণ করেছে হাতীবান্ধা উপজেলা নির্বাচন কমিশন।