
ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) নিজস্ব প্রতিনিধি ঃ
হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না ।
বৃহস্পতিবার সকালে বিলডোরা ইউনিয়নের রহেলা গ্রামে বন্যা ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন তিনি।
উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, উপজেলা নির্বাহি অফিসার মো. এরশাদুল আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ,।
উপস্থিত ছিলেন বিলডোরা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রাণ প্রত্যাশী পরিবারের সদস্যরা।