
মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার হোমনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির প্রতিবাদে হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় ইনস্টিটিউটের সামনে থেকে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস ও আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউটের সামনেই শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘বিশ্ব নবীর অপমান, রুখে দিবে মুসলমান’, ‘বিশ্বের মুসলিম এক হও’, ‘তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা (সা.)’ সহ বিভিন্ন স্লোগান দেন। এতে ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ইনস্টিটিউটের এক শিক্ষার্থী গোবিন্দ্র মজুমদার শুভ মহানবী (সা.)-এর মর্যাদাকে অবমাননা করে ফেসবুকে একটি মন্তব্য পোস্ট করেন। শিক্ষার্থীরা জানান, এতে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এবং এ ধরনের মন্তব্য কোনো ধর্মই সমর্থন করে না। তারা অনতিবিলম্বে অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “অভিযুক্তকে ইনস্টিটিউটে পাওয়া যায়নি। কর্তৃপক্ষ অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল বাহারাইন জানান, “অভিযুক্ত শিক্ষার্থী গোবিন্দ মজুমদার শুভকে বহিষ্কার করা এবং থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।”