বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাহোমনায় রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষক কর্মচারিদের বিদায় সংবর্ধনা

হোমনায় রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষক কর্মচারিদের বিদায় সংবর্ধনা

মোঃ তারিকুল ইসলাম, হোমনা(কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষক ও কর্মচারিকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাঁরা হলেন, সাবেক অধ্যক্ষ  মো. সফিকুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মো. আমরুল কায়েস, সাবেক সহকারি অধ্যাপক  মো. জামির হোসেন ভূঁইয়া, সাবেক সহকারি অধ্যাপক মো. রওশন আহমেদ, সাবেক সিনিয়র অফিস সহকারি মো. মোবারক হোসেন,সাবেক হিসাব সহকারি মো. মিজানুর রহমান, সাবেক অফিস সহকারি  মো. এনামুল হক ভূঁইয়া, সাবেক নিম্নমান অফিস সহকারি মো.শহিদুল ইসলাম, সাবেক পরিছন্নকর্মী মো.আবুল কাশেম, সাবেক নৈশ প্রহরী মো. নাসির উদ্দিন ।

শনিবার, ২২ জুন বিকালে কলেজের সবুজ চত্বরে ওই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ পপি লাইব্রেরীর স্বত্তাধিকারী স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ।

রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. লোকমান সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য কলেজের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ি মো. তরিকুল ইসলাম।

কলেজের সাবেক শিক্ষার্থী গ্রীনভয়েস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন

হোমনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মকবুল হোসেন পাঠান, হোমনা থানা অফিসার ইনচার্জ ( ওসি) জয়নাল আবেদীন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো.হুমায়ুন কবির মোল্লা, প্রাক্তন অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম, প্রভাষক মো. মোজাম্মেল হক , সরকার মো. মইনুল হক, আয়োজক কমিটির সদস্য সচিব প্রক্তন শিক্ষার্থী  আমেরিকা প্রবাসি মো.আব্দুর  রাজ্জাক, মইনুল  হোসেন মোল্লা,আতিকুর রহমান হিরা, নুর মোহাম্মদ নুরুল্লাহ,মো. ইমান হোসেন ইমন, শিক্ষার্থী জাহিদ আল হাসান রিয়াদ,রাসেল আহমেদ শুভ ও মো.  হাবিবুর রহমান শাহ আলম প্রমূখ।

এছাড়া ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মোল্লা, মো. মফিজুল ইসলাম গনি, মো. জসিম উদ্দিন সওদাগর, মো. জালাল উদ্দিন খন্দকার, মো. শাহজাহান মোল্লা, মো. তাইজুল ইসলাম মোল্লা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া ইমন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. কাউসার আহমেদ বেপারী, উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী মুকবল হোসেন, ছাত্রলীগের সভাপতি মো.আলাউদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক সজিব খানসহ কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, কলেজের শিক্ষক – শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পরে সংবর্ধনা প্রাপ্ত ব্যক্তির মাঝে সম্মানণা স্মারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

বিকালে সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন  মেরিল প্রথম আলো ৪ বারের পুরস্কার প্রাপ্ত দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল ও স্থানীয় শিল্পীবৃন্দ। এতে হাজার হাজার দর্শক সমাগম হয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments