
মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার খোদেদাউদপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২২ নভেম্বর মা হাসনা বানু মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে এক মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি হয়।
এতে সভাপতিত্ব করেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কমান্ডার এম অলিউল্লাহ, মোঃ মোমেনুল ইসলাম, মোঃ মোজাম্মেল হক, মোঃ ছুফি উল্লাহ, মোঃ আশরাফ আলী, মোঃ আহসান হাবীব (বাদল)।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বাহের কালমিনা একাদশ বনাম মাদবপুর একাদশ। খেলার প্রথমার্ধে ১-১ গোলে সমতা থাকে এবং দ্বিতীয়ার্ধে আরকোন গোল না হওয়ায় খেলাটি ট্রাইব্রেকারে যায়। ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে বাহের কালমিনা বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সভাপতির বক্তব্যে ক্ষেমালিকা চাকমা বলেন, “ফুটবল আমাদের জাতীয় ক্রীড়ার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সুস্থ্য-সবল জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত দর্শকরা টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
খুদেদাউদপুর ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তাদের এ উদ্যোগ সমাজে খেলাধুলার প্রসার ও যুব সমাজকে সৃজনশীল কাজে যুক্ত রাখতে একটি ক্ষুদ্র প্রয়াস।
উক্ত খেলায় ভাষ্যকার ছিলেন, কথার যাদুকর কথার খেলোয়ার ধারাভাষ্যকার কবি দেলায়ার এবং রেফারির দায়িত্বে ছিলেন, শফিকুল ইসলাম মুন্না, মোঃ ওমর ফারুক ও মোঃ হাবিবুর রহমান হাবিব।