বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলা ভ্রমণে বিরত থাকতে অনুরোধ...

৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলা ভ্রমণে বিরত থাকতে অনুরোধ স্থানীয় প্রশাসনের।

আফজাল হোসেন জয়।।বিশেষ প্রতিনিধি (বান্দরবান)।

আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ভ্রমণ করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রবি বার (৬অক্টোবর) বিকালে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাঙামাটি ও খাগড়াছড়িতেও একই সময়ে পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে বেশ কয়েকটি বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকদের না আসতে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছ।

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে  উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি একাধিক সূত্রের।

উল্লেখ্য, আসন্ন দুর্গাপূজা ঘিরে বান্দরবানের হোটেল মোটেল গুলোতে বুকিং দিয়ে ছিলেন অনেকে ভ্রমণ পিপাসু পর্যটক। এখন বুকিং বাতিল হওয়ায় ক্ষতির সম্মুখীন হবেন এই খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ অন্যন্যা ব্যবসায়ী,গনপরিবহন ব্যবসায়ী ও নানা শ্রেনী পেশার লোক জন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments