বাড়িরংপুর বিভাগকুড়িগ্রাম জেলাঅগ্নিকান্ডে ঘর বাড়ি,দোকান,স্বর্ণ ও নগদ টাকা পুড়ে ছাই।

অগ্নিকান্ডে ঘর বাড়ি,দোকান,স্বর্ণ ও নগদ টাকা পুড়ে ছাই।

রৌমারী(কূড়িগ্রাম)নিজস্ব প্রতিনিধি।

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দক্ষিণ টাপুর চর গ্রামের মোঃ সোনা মিয়ার বাড়ীতে গত বুধবার আনুমানিক রাত ৩ টার দিকে আগুন লাগে,ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুই সন্তান সহ ঘুমিয়ে ছিলো আগুনের তীব্র তাপে তাদের ঘুম ভেঙে যায় স্ত্রী দুই সন্তান কে নিয়ে বাহির হয়ে,

গ্রাম বাসীকে চিক্কার চেচামেচি করে ডাকা ডাকি করতে থাকে ,তাদের চিক্কার চেচামেচি শুনে গ্রাম বাসীর লোকজন ছুটে আসে আগুন নিবাতে, অনেক চেষ্টা করে আগুন নিবাতে পারলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় তাদের ঘর বাড়ি সহ একটি মুদির দোকান তাদের ঘর ও মুদির দোকানের কোন কিছু বের করতে পারেনি তারা। গ্রামের সবাই সাহায্য করেছে আগুন নিবাইতে।এ ঘটনায় গ্রাম বাসী দুঃখ প্রকাশ করেছে।

মোঃ সোনা মিয়া ও তার স্ত্রী বলেন আমাদের ঘরে ধান চাল বিভিন্ন আসবাবপত্র,ব্যবহিত স্বর্ণ অলংকার, দোকানের মালা মাল সহ টাকা ও আশা এনজিও থেকে লোন করা নগদ টাকা সহ প্রায় চার লক্ষ্য টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।কি ভাবে আগুন লেগেছে বলতে পারে না তারা,

গ্রাম বাসী বলেন রাত অনেক গোবির হওয়ার কারণে সবাই ঘুমিয়ে পড়েছিল তাই লোকজন আসতে আসতেই পুরো ঘরে আগুন ছরিয়ে পরেছিল তাই আগুন নিবাইতে নিবাইতে সব পুড়ে যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments