বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাঅচিরেই বীমা শিল্পের ঘন কুয়াশাঘেরা অন্ধকার কেটে যাবে _  জাকির হোসেন সরকার

অচিরেই বীমা শিল্পের ঘন কুয়াশাঘেরা অন্ধকার কেটে যাবে _  জাকির হোসেন সরকার

মোঃ তারিকুল ইসলাম, হোমনা(কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা মায়ামী রিসোর্ট  আলেখারচর, হল রুমে বুধবার সকাল ১১ টার সময় হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবসা উন্নয়ন ও পরিকল্পনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রাশেদুল হক সরকার মিঠুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডিভিশনাল ইনচার্জ মোঃ বকুল মিয়া, প্রধান অতিথি ছিলেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর উপ ব্যাবস্থাপনা পরিচালক (হেড অফ মাকেডিং) মোঃ জাকির হোসেন সরকার। 
উক্ত সভায় ১৯৯৬ সাল থেকে শুরু করে অত্র কোম্পানির বিভিন্ন উন্নয়ন এবং ব্যাবসা পরিকল্পনা তুলে ধরেন পাশাপাশি বিভিন্ন সাভিসিং সেন্টার এর ইনর্চাজ গন তাদের ব্যাবসার গতি বৃদ্ধির জন্য অতিতের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আঁশা করেন তাদের বক্তব্যের মাধ্যমে।
অত্র কোম্পানির চেয়ারম্যান অনলাই কনফারেন্স এ বক্তব্য রাখেন। প্রধান অতিথি জাকির হোসেন সরকার বলেন হোমল্যান্ড লাইফ ইস্যুরেন্স কোঃ লিঃ একটি নির্ভর যোগ্য প্রতিষ্ঠান, কেউ হতাশ হবেন না,আসুন হাতে হাত রেখে আবারো মাঠে নামি কাজ করি তাহলেই শক্তিশালি হবে হোমল্যান্ড, অচিরেই বীমা শিল্পের ঘন কুয়াশা ঘেরা অন্ধকার কেটে যাবে।
এসময় আরো বক্তব্য রাখেন, ইভিপি মনজুর আহমেদ মিলন, হাদাত হোসেন মানিক, এএমডি ফয়সাল আহমেদ মজুমদার, এমডি আমান উল্লাহ আমিন, ইভিডি চাঁদপুর এরিয়া এনচার্জ আব্দুল আল আমিন সহ আরো অনেকে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments