
সহিদুর রহমান বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি সিলেট জেলার গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাহেদ আহমদ (৩৮) নামে এক যুবক।
শনিবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে পৌর শহরের আলম কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারী) রাতের কোন এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তিনি উপজেলার পৌর এলাকার রণকেলী নয়া গ্রামের চেরাগ আলীর ছেলে। তিনি সাহেদ টেলিকমের সত্বাধিকারী।
পুলিশ সূত্রে জানা যায়, সাহেদ আহমদ দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ পৌর শহরে বিকাশের ব্যবসা করে আসছেন। সম্প্রতি তাকে ব্যবসায় বড় ধরণের লোকসান গুণতে হয়। জমি বিক্রি করেও লোকসান গুছাতে পারেন নি। এসকল বিষয় নিয়ে তাদের পারিবারিক বিরোধ চলে আসছে। শুক্রবার রাতের কোন এক সময় সাহেদ আহমদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শনিবার দুপুরে রুমের দরজা বন্ধ দেখে তাকে ডাকতে গেলে তার কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে পুলিশ খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে৷
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেটে প্রেরণ করা হয়েছে।