মতিউর রহমান, শিক্ষানবিস প্রতিনিধি দামরাই :
গত ২১মে রোজ মঙ্গলবার ধামরাই উপজেলানির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকেন্দ্র সংখ্যা ছিল 148 টি। মোট ভোটার সংখ্যা ৩
লক্ষ ৪৭হাজার ১৫৭ জন। উপজেলা চেয়ারম্যান পদে আব্দুল লতিফ (আনারস) ৪২৯৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালিদ মাসুদ খান লালটু (মোটরসাইকেল) ৩৮৬৩৬ভোট পায়। ভাইস চেয়ারম্যান পুরুষ মোহাম্মদ জুয়েল রানা (বই)৫২৩০৬ভোট পেয়ে নির্বাচিত হয়! নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজ উদ্দিন বর্তমান ভাইস চেয়ারম্যান (চশমা,)৪৪৮৬০ভোট পেয়ে পরাজিত হয়। মহিলা ভাইস চেয়ারম্যান (বৈদ্যুতিক পাখা) ৫৭৫৮৪ভোট পেয়ে আফরোজা আক্তার বিজয়ী হন। তা নিকটতম প্রতিদ্বন্দ্বি লাভলী আক্তার ১৮৬২০ভোট পেয়ে পরাজিত হয়।
এবার ধামরাই উপজেলা নির্বাচনে ধামরাই বাসী পেল ৩ টি নতুন মুখের হাসি।