
শিক্ষানবিশ প্রতিনিধি ধামরাই ঢাকা :
ইলিশের বাড়ি চাঁদপুর, চাঁদপুর ইলিশ ঘাট, চাঁদপুরে পদ্মার ইলিশ ইত্যাদি বিভিন্ন পেজ খুলে একদল অসাধু লোক জনগণের সাথে প্রতারণার ফাঁদ পেতেছে।ফেসবুকে এই পেজগুলোতে ইলিশ মাছের দাম অত্যন্ত কম দেখানো হয়েছে। বলা হয়েছে সহজেই তারা ৭২ ঘণ্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারে। ভিডিওতে ও ছবিতে মাছের সাইজ দুই থেকে আড়াই কেজি পর্যন্ত দেখানো হয়েছে যার দাম কেজি মাত্র ৫০০-৬০০ টাকা। কিন্তু বাজারে এ সমস্ত মাছের দাম কেজি দুই থেকে তিন হাজার টাকা। যারা অনলাইনে অর্ডার করেন তাদেরকে প্রথমে ৫৫০ টাকা প্যাকিং চার্জ হিসাবে দিতে বলেন। পরবর্তীতে যখন ইলিশের প্যাকেট রিসিভ করবেন তখন বাকি টাকা পরিশোধ করতে হবে এই বলে প্রথমে প্যাকিং চার্জ হাতিয়ে নেয়। ১২ থেকে ২৪ ঘন্টা পর অন্য একটি ফোন থেকে আপনার মোবাইলে কল আসবে আপনার কার্টুনটি খোঁজার জন্য একটি পাসওয়ার্ড নম্বর লাগবে, সেই নম্বর পেতে বাকি টাকা পরিশোধ করতে হবে, এরকম একটি বক্তব্য দিয়ে থাকেন ডেলিভারি ম্যান। গ্রাহক যখন বলেন আমি মাল বুঝে পাওয়ার পর বাকি টাকা দেব তখন উনারা বলেন তাহলে তো আপনার প্যাকেটটি খোঁজা সম্ভব নয় আমরা আপনাকে প্যাকেটটি দিতে পারছি না। এই বক্তব্যের পরেই আপনার ডেলিভারি চার্জ হাওয়া হয়ে যাবে। আর যদি বাকি বিল পরিশোধ করেন তখন উনাদের ফোন নম্বর বন্ধ হয়ে যাবে। এভাবে এই ফেসবুক পেজ দ্বারা সাধারণ জনগণের কাছ থেকে হাত পেতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু প্রতারক।আমাদের দৈনিক প্রথম বাংলায় এরকমই একটি তথ্য দিয়েছেন ভুক্তভোগী একজন সাধারণ মানুষ।