বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাঅনাথ শিশু ও অসহায় মানুষের পাশে ওব্যাট থিংক ট্যাংক।

অনাথ শিশু ও অসহায় মানুষের পাশে ওব্যাট থিংক ট্যাংক।

মো:ফায়সাল (সৈয়দপুর, নীলফামারী)শিহ্মানবীস প্রতিনিধি।

রমজানের পবিত্রতা মুসলিম সমাজে নিয়ে আসে প্রশান্তি, প্রফুল্লতা ও পূর্ণতার বার্তা। মাসব্যাপী রোজা পালন শেষে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ থেকে যেন কাউকে বঞ্চিত হতে না হয়, সেই প্রচেষ্টা চলে প্রতিটি মুসলিম ঘরে ঘরে, প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠানে।

তাই প্রতি বছরের মতো এবারও ওব্যাট থিংক ট্যাংক রমজান মাসের মহিমা ছড়িয়ে দেওয়ার জন্য ও ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে ইফতার ও ঈদের নতুন পোশাক বিতরণ করেছে।

আজ বুধবার পবিত্র ঈদ-উল -ফিতর উপলক্ষে ” ওব্যাট থিংক ট্যাংক” সৈয়দপুর এর পক্ষ থেকে ৩০ জন অনাথ শিশু এবং ২৫ জন অসহায় মানুষদের মধ্যে ঈদ উপহার হিসেবে কাপড় বিতরন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম (সহকারী কমিশনার ভূমি, সৈয়দপুর) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাকিল আহমেদ ( নির্বাহী প্রধান, ওব্যাট হেল্পার্স বাংলাদেশ) আরও উপস্থিত ছিলেন মোঃ মাহফুজ আলম (সহকারী প্রকল্প ব্যবস্থাপক, ওব্যাট হেল্পার্স বাংলাদেশ)। মোহাম্মদ মোজাম্মেল হোসেন(প্রকল্প কর্মকর্তা ওব্যাট হেল্পার্স, চট্টগ্রাম), মোঃ মাজিদ ইকবাল,(সভাপতি সৈয়দপুর ক্যাম্প উন্নয়ন কমিটি), আয়েশা সিদ্দিকা আশা (সভাপতি ওব্যাট থিঙ্ক ট্যাংকে নীলসাগর সৈয়দপুর) এছাড়াও উপস্থিত ছিলেন ওব্যাট থিঙ্ক ট্যাংকের উপদেষ্টাগণ এবং সদস্যগণ।

ওব্যাট থিংক ট্যাংক এর এমন মানবিক কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন সম্মানিত অতিথিগণ।উপহার গ্রহন করতে আসা মানুসগুলো ঈদের বিশেষ মুহুর্তে এই উপহার পেয়ে আনন্দিত হয়ে উঠেন।অত:পর হাস্যজ্বল চেহারায় তাদেরকে বাসায় ফিরতে দেখা যায়।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments