
লোকমান হাকিম, রুমা(বান্দরবান) বিশেষ প্রতিনিধি।
গত (২ এপ্রিল ২০২৪) বান্দরবান রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট(knf) ব্যাংকে নিরাপত্তা নিয়োজিত পুলিশ সদস্যদের ১৪ টি অস্ত্র ও ৩২০ রাউন্ড বুলেট লুট করে নিয়ে যায়।
এই নিয়ে (৬ এপ্রিল ২০২৪) রুমায় সোনালী ব্যাংক পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। পরিদর্শন শেষে তিনি সংবাদ কর্মীদের সামনে বলেন ব্যাংক ডাকাত সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না। অস্ত্র উদ্ধারে ও সন্ত্রাস নির্মূলে যৌথ অভিযানের ও ঘোষণা দেন তিনি।
বিষয়টিকে কেন্দ্র করে বান্দরবান রুমায় যৌথ অভিযান পরিচালনা কালে রুমা উপজেলার পর্যটন এলাকা সমূহে যে কোনো ধরনের পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। এক্ষেত্রে পর্যটন সংশ্লিষ্টদের ৪টি নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল ২০২৪)রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলমের (রুটিন দায়িত্বে) স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা যায়।
স্বাক্ষরিত নির্দেশনায় যে ৪ টি নিদের্শনা দেওয়া হয়েছে তার মধ্যে ১ম টি হলো যৌথ অভিযান পরিচালনাকালে কোন হোটেলে রুম ভাড়া দেওয়া যাবে না। এবং যৌথ অভিযান পরিচালনাকালে কোন টুরিস্ট গাইড পর্যটকদের কোন পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। ও যৌথ অভিযান পরিচালনাকালে কোন জীপ গাড়ি পর্যটকদের কোন পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। সর্বশেষ নির্দেশনাটি হল যৌথ অভিযান পরিচালনাকালে নৌপথে পর্যটকদের কোন পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না।
শুক্রবার (১১ এপ্রিল) রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দায়িত্বে) মোঃ দিদারুল আলম বলেন,জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্তের আলোকে তিনি এ নির্দেশনা তিনি এ নির্দেশনা দেন।