বাড়িবাংলাদেশেখুলনা বিভাগঅনুষ্ঠিত হলো এস. আই ক্যাডেট একাডেমির সবক প্রদান, পুরস্কার বিতরণী ও ইফতার...

অনুষ্ঠিত হলো এস. আই ক্যাডেট একাডেমির সবক প্রদান, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল ২০২৫

আব্দুর রহিম,মোড়লগঞ্জ(বাগেরহাট)শিক্ষানবিশ প্রতিনিধি
আসন্ন মাহে রমজান উপলক্ষে এস.আই ক্যাডেট একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে এক মহতী অনুষ্ঠান— সবক প্রদান, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মাওঃ শাহাদাৎ হোসাইন, (আহ্বায়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মোরেলগঞ্জ উপজেলা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম (পৌর আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামি), জনাব অধ্যাপক হাবিবুর রহমান তালুকদার(সভাপতি, শ্রমিক কল্যান ফেডারেশন), আরো উপস্থিত ছিলেন জনাব শফিউল আজম, (সভাপতি,বাংলাদেশ জামায়াতে ইসলাম, যুববিভাগ, মোরেলগঞ্জ পৌর), জনাব মেহেদি হাসান নিয়াজ(পৌর সভাপতি,যুববিভাগ), জনাব নাঈম আহমেদ(সভাপতি, ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন), আরো উপস্থিত ছিলেন জনাব, শাহিন খান, (সহ সভাপতি, ১৫ নং সদর ইউনিয়ন), জনাব ডা.নজরুল ইসলাম ফারুকী(চীফ মেডিকেল অফিসার, আর.এম ক্লিনিক, মোরেলগঞ্জ), জনাব ফরহাদ হোসেন মিলন (সভাপতি, পৌর বিএনপি), যুবদল নেতা জনাব  মোয়াজ্জেম হোসেন সোহেল,জনাব নুরুজ্জামান লিটন(সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিএনপি),  আরো উপস্থিত ছিলেন মাওলানা খয়রুল বাশার, মাওলানা শরফুদ্দিন, মাওলানা রেজাউল করিম প্রমুখ, আরো উপস্থিত ছিলেন সম্মানীত অভিভাবক, শিক্ষাবিদ ও সমাজ সেবক। উক্ত অনুষ্ঠানে সবকদান পরিচালনা করেন জনাব অধ্যাপক মাও শাহাদাৎ হোসাইন (আমীর বাংলাদেশ জামায়াতে ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা শাখা)। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনবা নাঈমুল ইসলাম হাসান (উপাধ্যক্ষ, অত্র প্রতিষ্ঠান), অনুষ্ঠানে হামদ-নাথ, কুরআন তেলাওয়াতসহ তারাবীহ সালাতে ইমামতি পুরস্কার প্রদান করা হয়। যুবনেতা মেহেদি হাসান নিয়াজ বলেন, দুনিয়ার কর্মমূখি শিক্ষা  ও আখিরাতের কল্যানমূলক শিক্ষা অর্জনে মাদরাসা শিক্ষার বিকল্প নিছু নেই। তাই সকলের উচিত আমাদের সন্তানদের মাদরাসামূখি করা। উপজেলা আমীর জনাব অধ্যাপক মাওঃ শাহাদাৎ হোসেন বলেন, গুনগত ও মানসম্মত শিক্ষা অর্জনে এস.আই ক্যাডেট অন্যতম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওঃ মোহাম্মদ রফিকুল ইসলাম (প্রতিষ্ঠাতা ও পরিচালক), এস.আই ক্যাডেট একাডেমি, মোরেলগঞ্জ পৌরসভা,মোরেলগঞ্জ, বাগেরহাট।
আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীদের সবক প্রদান, অতিথিদের মূল্যবান দিকনির্দেশনা এবং ইফতার মাহফিলে অংশগ্রহণকারীদের উষ্ণ সংবর্ধনা অনুষ্ঠানটিকে করেছে স্মরণীয় ও সফল।এই মহতী আয়োজনের জন্য এস.আই ক্যাডেট একাডেমি পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছে সকল অতিথি, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments