বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলাঅপহরণের দীর্ঘ দিন পর মোহনগঞ্জ থেকে বালক উদ্ধার,আসামী গ্রেফতার

অপহরণের দীর্ঘ দিন পর মোহনগঞ্জ থেকে বালক উদ্ধার,আসামী গ্রেফতার

মোঃ জিয়ান,  মোহনগঞ্জ(নেত্রকোনা)নিজস্ব প্রতিনিধি

সিলেট হযরত শাহজালাল (র) এর মাজার থেকে অপহরণের দীর্ঘদিন পর নেত্রকোনার মোহনগঞ্জ থেকে পারভেজ ১০ নামে এক বালককে উদ্ধার করে মোহনগঞ্জ ছাত্র জনতা। এসময় অপহরণকারী মো পিয়াস হোসেন (১৯)কে ধরে পুলিশের হাতে তুলে দেয় ছাত্ররা।

অপহরণকারী নেত্রকোনার আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের মো : রিপন মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, সে দীর্ঘদিন আগে  সিলেট মাজার এলাকায় কাজের সন্ধানে গিয়ে বিভিন্ন অপরাধে জরিয়ে পরে। এক সময়, নোয়াখালী জেলার  ফৌজমিয়ার হাট এলাকার ফজর আলীর ছেলে পারভেজ বাড়ি থেকে রাগ করে সিলেট এসে পরে। এ সময় মাজারে থাকতো পারভেজ। হঠাৎ পরিচয় হয় পিয়াস হোসেনের সাথে। পিয়াস তাকে ভুলিয়ে ভালিয়ে সিলেট থেকে নিয়ে এসে তাকে দিয়ে গাজাঁ বিক্রি সহ বিভিন্ন চুরি পেশায় জড়িত করে। রোববার মোহনগঞ্জ স্টেশন এলাকায় মুরগি চুরি করতে গিয়ে ছাত্র সংগঠনের প্রীতম, মারুফ, মুন্না, অমর ফারুক প্রমুখ এর হাতে ধরা পড়ে।

পরে তাদেরকে মোহনগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিলে, পুলিশ পিয়াসের নামে অপহরণ মামলা দিয়ে কোর্ট প্রেরণ করে।

 

ওসি আমিনুল ইসলাম জানান, পারভেজকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে। সোমবার পিয়াসকে মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments