
মোঃইনামুল হক, বদরগঞ্জ(রংপুর)শিক্ষানবিশ প্রতিনিধি,
রংপুরের বদরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র টুটুল চৌধুরীর ব্যক্তিগত পিএস চপল রায়হানকে বাড়ি থেকে আটক করা হয়েছে। গতকাল রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে তাকে আটক করা হয়।
জানা যায়, এ পর্যন্ত এ উপজেলায় ডেভিড হান্ট অভিযানে তিনজন নেতাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। এদিকে পবিত্র রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে যেন না পারে এজন্য অপারেশন ডেভিল হান্ট টিম পৌর শহরসহ ১০টি ইউনিয়নে মাঠ পর্যায়ে তৎপর রয়েছে।
নাম গোপন রাখার শর্তে থানার একটি সূত্র জানায়, এ উপজেলায় আওয়ামী লীগের পলাতক এমপি ডিউক চৌধুরী, মেয়র টুটুল চৌধুরীসহ ওই দলের বাকি পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ ও খবরা খবর বহন করে আসছেন চপল রায়হান। পলাতক নেতাদের বিষয়ে গোপন তথ্য উদ্ধারের জন্য তাকে আটক করা হয়েছে।