বাড়িময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাঅফিসে বসে প্রকাশ্যেই প্রধান শিক্ষকের ধুমপান!!

অফিসে বসে প্রকাশ্যেই প্রধান শিক্ষকের ধুমপান!!

মো:নাসিম আকরাম, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ (শিক্ষানবিশ) প্রতিনিধি :
যেখানে সরকার প্রকাশ্যে ধুমপান করাকে অপরাধ বলে মনে করেন সেখানে কিনা শিক্ষা প্রতিষ্ঠানে বসে প্রকাশ্যেই ধুমপান করছেন প্রধান শিক্ষক!!
ময়মনসিংহ ত্রিশালের “কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়”প্রধান শিক্ষক হয়ে অফিসের চেয়ারে বসে প্রকাশ্যে ধুমপান করতে দেখা যায় এবং তা সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ফলে নেটিজেনরা শিক্ষকের প্রতি ক্ষোভ ও নিন্দা প্রাকাশ করে।
 প্রধান শিক্ষকের এহেন আচরণে তার নৈতিকতার অবক্ষয় প্রকাশিত হয়।
একজন শিক্ষক শুধু প্রতিষ্ঠানেরই শিক্ষক নয়,পুরো জাতির শিক্ষক, একটি জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত করে সংগঠিত করার অগ্রনায়ক হলো শিক্ষক। শিক্ষকের আসনে বসে উনি যেন শিক্ষকতাকে অপমানের এক জীবন্ত দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন এবং লজ্জিত করেছে শিক্ষকতা নামক মহান এই পেশাকে।
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের এমন আচরণের ফলে শিক্ষক দের  প্রতি মর্যাদা  দিন দিন কমে যাচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘৃণিত কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 
এমন শিক্ষকদের আইনের আওতায় আনা হউক।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments