সেলিম মুন্সী জাজিরা (শরিয়তপুর) শিক্ষানবিশ প্রতিনিধি
অবৈধ কাঁটারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান : নজরুল ইসলাম রাসেল।
পদ্মানদীর মধ্যবর্তী চরাঞ্চলের সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন লেঃ কর্নেল অবঃ সৈয়দ নজরুল ইসলাম রাসেল মোড়ল।
শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দীপ চিটারচরে অবৈধ কাঁটার দিয়ে বালু খননের কারণে দিশেহারা স্থানীয় জনগন। বিভিন্ন সামাজিক অবক্ষয়ের খবর পেয়ে ছুটে গেলেন দুর্গম-চরের মানুষের কাছে।
গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) বেলা আড়াইটার দিকে সৈয়দ নজরুল ইসলাম রাসেল তাঁর শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মতবিনিময় সভা করেন পদ্ম-ক্লাব লিমিটেডে।
মতবিনিময়ের শেষে বিকেলে নৌযান টলার ও স্পিড বোর্ড করে কুন্ডেরচর ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হন।
তিনি নিজে সরজমিনে গিয়ে নদীতে কাঁটার ও বাল্কহেড গুলোকে সতর্ক করে আসেন সেইসাথে অবৈধভাবে কাঁটার দিয়ে ড্রেজিং করে বালু উত্তোলন বন্ধ করতে অনুরোধ করেন।
বালুদস্যুদেরা নিয়মিত কাঁটার দিয়ে বালু উত্তোলনের কারণে চিটারচর ও বাবুরচর পদ্মায় বিলীন হওয়ার হুমকির মুখে পড়েছে জনগণ। স্থানীয় জনপ্রতিনিধি তাদের বাড়িঘর ফসলি জমি নিয়ে উৎকণ্ঠে রয়েছেন।
এবিষয় স্থানীয়দের ডাকে দুর্গম অঞ্চল চিটারচরের বাজারে উপস্থিত হন সৈয়দ নজরুল ইসলাম রাসেল এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন কুন্ডেরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আক্তার বেপারী। ইউপি পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
সৈয়দ নজরুল ইসলাম রাসেলের উপস্থিতিতে অত্র এলাকার জনগণ তাদের দুঃখ দুর্দশা উৎকণ্ঠার কথা বলে প্রতিকার ও সহযোগিতা চান। নজরুল ইসলাম রাসেল তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন, জনগণকে ঐক্যবদ্ধ করে সম্মিলিতভাবে এর প্রতিকার করার আহবান জানান ও প্রতিশ্রুতি দেন। স্থানীয়রা নজরুল ইসলাম রাসেলকে বলেন আমরা সুবিধাবঞ্চিত সাধারণ কৃষক-শ্রমিক খেটে খাওয়া সাধারণ জনগণ। আমাদের মাতৃভূমি রক্ষায় আপনি এসেছেন আমরা মনে করি আমাদের একজন অভিভাবক পেয়েছি। সেই সাথে আমরা চাই আপনার হাত ধরে কুন্ডেরচর ইউনিয়নে চর অঞ্চলগুলো অবৈধ কাটারের ড্রেজিং থেকে রক্ষা হোক। পদ্মা নদীতে যেন চাঁদাবাজি না হয়। আমাদের যুবসমাজ যেভাবে মাদকে আসক্ত হয়েছে তাহরে সৎ পথে ফিরিয়ে আনতে আপনাদের সহযোগিতা প্রয়োজন মনে করে অনুরোধ করছি।