বাড়িবাংলাদেশেঢাকা বিভাগঅবৈধ ড্রেজার পরিচালনা আটক ২ জন।

অবৈধ ড্রেজার পরিচালনা আটক ২ জন।

আউয়াল হোসেন মাদারীপুর সদর (মাদারীপুর)প্রতিনিধি :

আড়িয়াল খাঁ নদে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ২ জনে কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম। মাদারীপুরের কালকিনিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দ’জনকে যথাক্রমে এক মাস ও ১৫দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫নভেম্বর) সকালে বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাটে আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে এ আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম।
বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারার অপরাধে উক্ত আইনের ১৫(১) ধারার বিধান মতে সাব্বির হোসেনকে এক মাস ও সাইফুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম।
রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনস্বার্থে পরিচালিত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments