বাড়িবাংলাদেশেখুলনা বিভাগঅশান্ত হয়ে উঠছে শ্রীপুরের জনপদ। 

অশান্ত হয়ে উঠছে শ্রীপুরের জনপদ। 

আব্দুল কাইয়ুম,শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা।

মাগুরা শ্রীপুর উপজেলার প্রায় গ্রামেই চলছে এখন দেশীয় অস্ত্রের মহরা, চলছে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ। ক্রমেই অশান্ত হয়ে উঠছে এই জনপদ।

আজ ৭ জুন গুক্রবার বিকালে শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের ছোনগাছা গ্রামে দুই ’গ্রুপের সংঘর্ষে বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট হয়েছে। পিস্তলসহ সুমন নামে একজনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৮ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সামাজিক আধিপত্য বিস্তারের জের ধরে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির লোকজন এবং ৭নং ওয়ার্ড মেম্বার চাদ আলী গ্রুপের লোকজনের মধ্যে মারামারি হয়। কারণ হিসেবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে দুই গ্রুপের লোকজনের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তারের জন্য বিরোধ চলে আসছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। দফায় দফায় সংঘর্ষ চলছে। যেকোন সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে বড় ধরনের সংঘাত ঘটতে পারে বলে

আশংকা করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসনীম আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments