নীলফামারীর সৈয়দপুরে" আহলে সুন্নাত ওয়াল জামায়াত" সৈয়দপুর উপজেলায় মাসব্যাপী অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ইফতার ও সেহরি বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। তার প্রেহ্মিতে আজ ২০ মার্চ শহরের জি.আর.পি মোড়ে আসরের নামাজের পর সংগঠনটি হতদরিদ্র অসহায় মানুষদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সৈয়দপুর পৌরশাখার স্বভাপতি সৈয়দ আবদুল্লাহ বাখশী,সৈয়দ নেজাম শামসী,খালিদ আজম প্রমুখ।
সংগঠনের সেক্রেটারি খালিদ আজম বলেন প্রায় চার বছর ধরে আমরা সৈয়দপুরের এই অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে ইফতার ও সেহরি সামগ্রী বিতরন করে আসছি।আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। এই মহান কাজে সমাজের উচ্চবিত্ত মানুষদের তিনি এগিয়ে আসার অনুরোধ জানান।
আজ বুধবার সরেজমিনে দেখা গেছে, বিকেলে আসরের নামাজের পরেই ছোট-বড় অনেককে এসে সারিবদ্ধভাবে অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ খাবারের প্লেট ও বাটি নিয়ে অপেক্ষা করছেন। প্রতিদিন প্রায় দুই শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরন করছে সংগঠনটি।এতে করে আহলে সুন্নাত ওয়াল জামায়াত হয়ে উঠেছে সৈয়দপুরের অসহায় ও দরিদ্র মানুষের আস্থা।
সংগঠনটি এছাড়াও বিনামূল্যে চহ্মু শিবির,অসহায়দের খাবার বিতরন ছাড়াও বিভিন্ন কর্মসূচী পালন করে।