বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাঅসহায় মেয়ের বিয়ের দায়িত্ব নিলো  সামাজিক সংগঠন প্রয়াস

অসহায় মেয়ের বিয়ের দায়িত্ব নিলো  সামাজিক সংগঠন প্রয়াস

অলিউল্লাহ খান , বিশেষ প্রতিনিধি,চট্রগ্রাম
সামাজিক সংগঠন প্রয়াসের উদ্দ্যেগে গত ২৫ এপ্রিল শুক্রবার বিকালে মিমি সুপার মার্কেট সংলগ্ন এলাকায় সমাজের এক অসহায় ও হতদরিদ্র মেয়ের বিয়ের জন্য আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন বাংলাদেশের সেন্ট্রাল মেম্বার প্রকৌশলী মোমিনুল হক। সংগঠনের সভাপতি মো: কিবরিয়া হোসাইন বাপপীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী, সফল নারী উদ্যোক্তা রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তাফা), রোটারী জেলার এরিয়া ডিরেক্টও রোটারিয়ান জাহেদা আক্তার মিতা, প্রয়াসের নব নির্বাচিত উপদেষ্টা মো: মোহছেন আলী মহসিন, প্রয়াস পরিচালক মহসীন উল কাদের, রোটারিয়ান তাসনুভা হায়দার নোভা, সমাজ কর্মি আহমেদ রফিক ইমতিয়াজ, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল মাবুদ সুমন, প্রয়াসের সহ-সভাপতি সুভাষ সরকার, জাহেদুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক খান আসিফ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রাজীব, সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুল হক মিনার, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, পরিকল্পনা সম্পাদক সোহরাবুল আলম সৌরভ, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনি, কার্যকরী সদস্য আবু শাহাদাত মোঃ সায়েম, মোঃ সাকিবুর রহমান, মোরশেদ আলম, মিসবাউল আলম সামি, ওয়াজিহা রুহানা চৌধুরী, হাসান ইহলান চৌধুরী এবং সহ অফিস সচিব মোঃ সাইফুল। প্রধান অতিথি প্রকৌশলী মোমিনুল হক বলেন সমাজের সুবিধাবঞ্চিত ও কমভাগ্যবান মানুষের আস্থার ঠিকানা প্রয়াস এবং দেশ বিনির্মানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আয়োজন কমিটির চেয়ারম্যান মোঃ মোহছেন আলী মহসিন মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রয়াস পরিবারকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments