
আসাদুর রহমান ।। রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অপর দিকে নাজিমখান ইউনিয়নের নাজিমখান বাজারেও সাধারন মুসুল্লির একটি প্রতিবাদ মিছিল হয়।
আজ ২৭ নভেম্বর রোজ বুধবার বিকাল ৪ টার দিকে রাজারহাট বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করে। এতে যোগ দেন রাজারহাটের সর্বস্তরের তাওহীদ মুসলিম জনতা ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী নিজ স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতন ধর্মাবলাম্বীদের উসকানি দিচ্ছে।বক্তারা আরও বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। না হলে তাওহীদী মুসলিম জনতা আগামীতে আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে। বিক্ষোভ মিছিল থেকে মুসলমানদের মসজিদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন বক্তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, রাজারহাট শান্তিনগর জামে মসজিদ এর খতিব পীরজাদা আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিক, রাজারহাট বাজার জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ রাশেদুল ইসলাম,বেপারীপাড়া জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেকে।