বাড়িবাংলাদেশেআইসিসিতে আম্পায়ারের দায়িত্ব পেলেন পাটগ্রামের মেয়ে জেসি

আইসিসিতে আম্পায়ারের দায়িত্ব পেলেন পাটগ্রামের মেয়ে জেসি

রাশিদুল ইসলাম বাবু, পাটগ্রাম ( লালমনিরহাট) প্রতিনিধি

বাংলাদেশের নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি। চলতি বছর নারী এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশের আম্পায়ার সাথীরা জাকির জেসি ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন।

অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের কোয়ালিফায়ার-৪ এ দায়িত্ব পালন করবেন সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি। সাথিরা জাকির জেসি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মোহাম্মদ রফিকুল ইসলাম মেয়ে।

জানা গেছে, আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নারী আম্পায়ার জেসি। চলতি বছর নারী এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশের আম্পায়ার সাথীয় জাকির জেসি ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন। আগামী ৪-১৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে এই টুর্নামেন্ট।

বুড়িমারী ইউনিয়নের সাইফুল আলম শাহিন বলেন, একটি ক্রিকেট খেলা সব বড় দায়িত্ব হচ্ছে একজন আম্পায়ারের আর সেই আম্পায়ারের দায়িত্ব পেয়েছে আমাদেরকে পাটগ্রামের মেয়ে এটা আমাদের অনেক গর্বের বিষয়।

পাটগ্রামের বাসিন্দা আলাউদ্দিন সুমন বলেন, পাটগ্রামের মেয়ে ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবে এটা আমাদের এলাকার সস্তান হিসেবে গর্ববোধ করি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments