
বিশেষ প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নে চরধু পুরিয়া বালিয়া কান্দি আওয়ামীলীগ নেতা মন্টু বেপারী হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। বৃহস্পতিবার ১৪ই মার্চ ঢাকা সাভার ভিরু লিয়া বাজার থেকে আসামীদের আটক করা হয় কৃতরা হলেন মন্টু হত্যা মামলার ১০ নং আসামী আঃ রশিদ মাদবর (৬৫) আর অন্যজন ২০ নং মামলার আসামী নুরুল হক মাদবর
এ বিষয়ে জাজিরা থানা পুলিশ পরিদর্শক সুজন হক বলেন যে, আওয়ীমীলীগ নেতা মন্টু বেপারী হত্যার মামলার দুই আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি বাকী আসামীদের খুব দ্রত গ্রেফতার করা হবে। আমাদের চেষ্টা অব্যহৃত রয়েছে।