
আব্দুল কাইয়ুম শ্রীপুর মাগুরা।
১৪৪৫ হিজরী সালের হজ্জ সম্পাদন করে আপন নীড়ে ফিরতে শ্রুরু করেছে আল্লাহর মেহমান হাজীগন।
হজের ফিরতি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটটি (১৯ জুন)রাত১১ টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে হাজীদের ঘরে ফেরা শুরু হলো।
এ বছর মোট ১৮ লাখ ৩৩ হাজার ১৬৪ জন হাজী হজ্জব্রত পালন করতে সৌদি আরবে যান। হজ্জের আগে ও পরে মোট ৩০ জন বাংলাদেশী হাজী ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন।