
মোঃরুবেল মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
চলো মাতি উচ্ছ্বাসে, ফিরে যাই কৈশোরে এই স্লোগানে অনুষ্ঠিত হলো আটিয়ামামুদপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৯ব্যাচের ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলন২০২৪।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটিয়ামামুদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক আব্দুল সামাদ চৌধুরী,আমিনুর রহমান, কোরআন তিলাওয়াত এর মাধ্যমে শুরু করে শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান। শিক্ষকদের উপদেশমূলক বক্তব্য এবং নাচ-গান পরিবেশন করা হয় এই অনুষ্ঠানে। সর্বশেষে সকল ছাত্র-ছাত্রীদের নামযুক্ত ক্রেস্ট এবং গরম নিবারনের জন্য হাত পাখা প্রদান করা হয়।
এই অনুষ্ঠান সফল করার জন্য সার্বিক সহায়তায় ছিল ২০০৯ ব্যাচের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ। বিশেষ করে বিদেশী শিক্ষার্থীরা অনুষ্ঠানের জন্য বড় অংকের টাকা প্রদান করেছে। উল্লেখযোগ্য হল সুমন মিয়া (মামুদপুর) মো:সুমন (পাঁচদানা), মোখলেছুর রহমান( মামুদপুর)। এছাড়াও অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত নিরলস পরিশ্রম করেছে মো: রুহুল আমীন মিঠু,শাহ-আলম, রিয়াদ হোসেন, আব্দুর রহমান,জহিরুল ইসলাম, শাহিদুল ইসলাম,জাহাঙ্গীর আলম, মোছা: লাভনী,এবং মিস:হাজেরা আক্তার। এছাড়াও তারা আটিয়ামামুদপুর উচ্চ বিদ্যালয়ের সকল উন্নয়ন কাজের ও আটিয়ামামুদপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিপদে পাশে থাকার আশ্বাস প্রকাশ করেন।