
মোঃ রুবেল মিয়া ,মির্জাপুর উপজেলা প্রতিনিধি টাঙ্গাইল।
আজ রোজ সোমবার সকাল ৭-৩০মিলিটে আটিয়ামামুদপুর কেন্দ্রীয় জামে মসজিদে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় পবিএ ঈদ উল আযাহার জাময়াত অনুষ্ঠিত হয়,
ঈদের জাময়াত পরিচালনা করেন আটিয়ামামুদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব পীরে কামেল হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাহেব।
এসময় কুরবানী মর্যাদা ও গুরুত্ব নিয়ে বিষয় আলোচনা করেন,জাময়াত শেষে উপস্থিত সকল মুসল্লীদের নিয়ে দেশ,জাতি,জাতির মঙ্গলের জন্য দোয়া মোনাজাত করা হয়।
পবিত্র ঈদুল আযহার উপলক্ষে আটিয়ামামুদপুর গ্রামের সামাজিক সংগঠন ডার্ক লাইট ফাউন্ডেশন আটিয়ামামুদপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ লাইটিং ও সাজ সজ্জা ব্যবস্থা করেন।