নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করা হয়।২৬ শে মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উদযাপিত হয়।উক্ত দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ ওমর ফারুক সুমন।তিনি তার বক্তব্যে বলেন,মহান মুক্তিযুদ্ধে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম এবং যে সকল মুক্তিযোদ্ধাদের কল্যাণে তা অর্জন করেছিলাম তাদেরকে স্যালুট জানাই।
উক্ত আয়োজনে আরও বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান,আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের আঞ্চলিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ওহিদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মোঃ আফিল উদ্দীন প্রমুখ।