বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগআদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ মারুফ হোসেন , ঝিনাইগাতী(শেরপুর)শিক্ষানবিশ প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার শালচূড়া এলাকায় আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।
এ সমবায় সমিতির চীফ এক্সিকিউটিভ অফিসার মো. শাহজাহান সিরাজের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদ। এতে প্রধান আলোচক ছিলেন সমিতির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। এজিএমে বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. সাহাদত হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. আল আমীন, ঝিনাইগাতী বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খান। এতে আরও বক্তব্য দেন সমিতির সদস্য ও আইন উপদেষ্টা এডভোকেট মো. আল আমিন, সদস্য মো. আলী হোসেন পাঠান, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. মাসুদ হাসাদ প্রমুখ।
সভায় ২০২৩-২০২৪ সালের আর্থিক বিবরণীসহ শেয়ার হোল্ডারদের লভ্যাংশের হিসাব-নিকাশ প্রকাশ করা হয়।
এজিএমে ঝিনাইগাতী উপজেলার আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালক, কর্মকর্তা, কর্মচারী, শেয়ারহোল্ডার ও সদস্যরা অংশগ্রহণ করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments