বাড়িবাংলাদেশেআদিতমারী স্টেশনে 'বুড়িমারী এক্সপ্রেস' যাত্রা বিরতির দাবিতে, এলাকাবাসীর রেললাইন অবরোধ

আদিতমারী স্টেশনে ‘বুড়িমারী এক্সপ্রেস’ যাত্রা বিরতির দাবিতে, এলাকাবাসীর রেললাইন অবরোধ

রুমন হোসেন জিলহজ্ব, লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী স্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে ট্রেনটি আটকিয়ে অবরোধ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (১২ মার্চ) উদ্বোধনের প্রথম দিনেই রাতে আদিতমারী স্টেশনে আধা ঘণ্টা সময় ধরে ট্রেনটি আটকিয়ে বিক্ষোভ করে তারা। পরে রেলওয়ে কর্তৃপক্ষের ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায়ের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

অবরোধকারীদের দাবি, জেলার ৫টি উপজেলার মধ্যে অন্যতম স্টেশনটিতে দীর্ঘ দাবির ফসল বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি না রেখেই পরিপত্র জারি করা হয়। যাতে উপজেলাবাসীর ভোগান্তি কমবে না। শান্তিদায়ক ভ্রমণ ও উপজেলার কৃষি পণ্য পরিবহনে এই স্টেশনে যাত্রা বিরতির দাবি আন্দোলনকারীদের।

এসময় রেললাইনে শুয়ে অবরোধ করে সাধারণ মানুষ। ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ১৬ মিনিট পর্যন্ত অবরোধ থাকার পরে রেলওয়ে কর্তৃপক্ষ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

গতকাল এ নিয়ে মানববন্ধন সমাবেশ করেছে স্থানীয়রা। এছাড়াও বুড়িমারীতে উদ্বোধন শেষে বিকেলে ফেরার পথে রেলওয়ে জিএমের ট্রেন আটকে বিক্ষোভ করেছে আদিতমারী উপজেলাবাসী, পরে তার যাত্রাবিরতির আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়।

আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এই স্টেশনে যাত্রা বিরতি না থাকলে আমাদের কোনো উপকারেই আসবে না।

এমনকি আমাদের ভাগে কোনো টিকেট ও থাকবে না। এখানে টিকেট কাটারও সুযোগ থাকবে না। তাই আমরা এসকল সুযোগ চাই। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আবারও শান্তিপূর্ণ আন্দোলন করা হবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments