বাড়িঢাকা বিভাগটাঙ্গাইল জেলাআনাইতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী দিনের চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন। 

আনাইতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী দিনের চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন। 

মোঃরুবেল মিয়া(মির্জাপুর) টাঙ্গাইল প্রতিনিধি।

টাঙ্গাইল মির্জাপুর ৬নং আনাইতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী মোঃময়নাল হোসেন এর মোটরসাইকেল শোডাউন। শুক্রবার বিকাল ৪টা সময় প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে। আটিয়ামামুদপুর বাজার থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়।আনাইতারা ইউনিয়ন ২৭গ্রাম ঘুরে আবার আটিয়ামামুদপুর বাজারে এসে সংক্ষিপ্ত আলোচনা মাধ্যমে মোটরসাইকেল শোডাউন শেষ হয়। মোঃ ময়নাল হোসেন আটিয়ামামুদপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও আটিয়ামামুদপুর জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করছেন।উক্ত মোটরসাইকেলে শোডাউনে আরো উপস্থিত ছিলেন,আটিয়ামামুদপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মহিসিউ্জ্জমান মহিসিন,আটিয়ামামুদপুর জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃজুয়েল রানা শাহীন,সাবেক ইউপি সদস্য নাজিমুদ্দিন মিন্টু,আনাইতারা ইউনিয়ন ছাএলীগের সাধারন সম্পাদক আনোয়ার পাশা,আটিয়ামামুদপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃরহিম বাদশা,আটিয়ামামুদপুর দক্ষিণপাড়া জামে মসজিদ সাধারণ সম্পাদক মোহাম্মদ জোরন,অবঃসেনা সদস্য শফিকুল ইসলাম অবঃসেনা সদস্য সিদ্দিক উপস্থিত মোঃহাদি,জাকির হোসেন বুলবুল,মোঃরিপন,

শুর্য়া,গোলাম হোসেন,সহ আরো অনেকেই ময়নাল হোসেন আগামীদিনে ৬নং আনাইতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে সকলের দোয়া চান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments