
মোঃজমির উদ্দিন ,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে বুধবার ১৫ অক্টোবর সন্ধ্যা ৭ ঘটিকায় সময় রংপুর জেলার সদস্য সচিব ও গণমানুষের নেতা আনিছুর রহমান লাকুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা-কর্মী, জনপ্রতিনিধি, সমাজসেবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম এবং সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা, এর সঞ্চালনায় শরিফুল ইসলাম ডালেজ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পীরগাছা উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সভাপতি আলহাজ্ব আফসার আলী ও রংপুর জেলার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, আনিসুর রহমান লাকু ছিলেন প্রকৃত গণমানুষের নেতা—জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এক মানবতাবাদী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যু রংপুরের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।