। মোহাম্মদ এরশাদ আলী।।
আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে গরীব-অসহায়দের ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এতিম ছাত্রদের এবং স্থানীয় বিভিন্ন মন্দিরে মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের পক্ষে লংগদু সেনাজোন।
২২ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) বেলা ১১ ঘটিকায় লংগদু জোনের মাল্টিপারপাস সেড কক্ষে এলাকার প্রায় চার শতাধিক পাহাড়ী বাঙ্গালী মানুষর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া পিএসসি উপস্থিত থেকে এসব শীতবস্ত্র সাধারণ মানুষের হাতে তুলেদেন।
এসময় অত্র জোনের উপ- অধিনায়ক মেজর আহমেদ ফারসাদ কবির সহ অন্যান্য সেনা অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।