বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাআফাজ উদ্দিন মোল্লা স্কুল এন্ড কলেজের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক...

আফাজ উদ্দিন মোল্লা স্কুল এন্ড কলেজের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নাজমুল হক,কালিয়াকৈর(গাজীপুর)নিজস্ব প্রতিনিধি 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আফাজ উদ্দিন মোল্লা স্কুল এন্ড কলেজ-এ ২০২৪ সালের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জনাব আবু ইউসুফ,অধ্যক্ষ ও পরিচালক আফাজ উদ্দিন মোল্লা স্কুল এন্ড কলেজ এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শওকত আকবর খান (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কালিয়াকৈর) এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব  নাজমুল হক (প্রধান শিক্ষক,গ্রাম বাংলা বিদ্যালয় ও সাধারণ সম্পাদক কালিয়াকুর পৌর মাধ্যমিক শিক্ষক সমিত), হাজী মো: সফিজ উদ্দিন (পরিচালক, সামি মর্ডান স্কুল ও যুগ্ম সম্পাদক কালিয়াকৈর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতি ),শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা। সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের কৃতিত্বের প্রশংসা করে বলেন, “শিক্ষার্থীদের এই অর্জন আমাদের গর্বিত করেছে। ভবিষ্যতে আরও সাফল্যের জন্য তারা যেন মনোযোগী হয়, সে বিষয়ে অভিভাবকদেরও সচেতন থাকতে হবে।”

অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা অভিভাবকদের শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষার্থীদের আবৃত্তি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments