বাড়িবাংলাদেশেআবারও আত্মহত্যায় ঝরে গেল তাজা প্রান।সমাজ ব্যবস্থা কোনদিকে যাচ্ছে?

আবারও আত্মহত্যায় ঝরে গেল তাজা প্রান।সমাজ ব্যবস্থা কোনদিকে যাচ্ছে?

মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি

নরসিংদী শিবপুরে মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের ইব্রাহিম মিয়ার তৃতীয় ছেলে মোঃ সিফাত (১৮) গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিজ ফেসবুক আইডিতে একটি পোস্ট করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে।

পোস্টে সে লিখেছে, তানহা আত্মহত্যা করে প্রমাণ করে গেল আমারে কতটা ভালোবাসে। আমিও প্রমাণ করে দিমু তানহারে আমি কতটা ভালোবাসি। পোষ্ট টি তে মৃত্যুর আগে সে তার শেষ ইচ্ছে হিসেবে তানহার কবরের পাশে যেন তার কবর দেওয়া হয় এই কথা উল্লেখ করে।

এবছর গত রমজান মাসের ২৭ তারিখ মাদরাসা পড়ুয়া তানহা(১৫) গলায় ফাসি দিয়ে আত্মহত্যা করে।

বর্তমানে মোঃ সিফাত এর লাশ নরসিংদী সদর হাসপাতালে মর্গে আছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments