আরাফাত উদ্দিন শাহ, লক্ষ্মীপুর(সদর) শিক্ষানবিশ প্রতিনিধি:
লক্ষীপুর জেলার, কমল নগর উপজেলার, মজুচৌধুরীর হাটের সেই সড়কে বালু ভর্তি ট্রাক চাপায় এক পথচারী মহিলা ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।
(ইন্না-লিল্লাহি, ওয়া-ইন্নাইলাইহি, র-জ্বিঊন)
ট্রাক চালকের বা ট্রাকের কোন ক্ষয় ক্ষতি হয় নাই। স্থানীয় লোকজন ট্রাক চালককে আটকে রেখে পুলিশকে ফোন দিয়ে দেয়। যেই মহিলা ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন তার পরিচয় এখনো পাওয়া যায় নাই তবে তার হাতের ব্যাগ এবং মুঠোফোন কোনটাই ঘটনাস্থলে পাওয়া যায় নি। পুলিশ দুর্ঘটনাস্থলে এসে নিহিত নারীর পরিচয় বের করার চেষ্টা করে, কিন্তু তারা লাশটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়৷ আর ট্রাক চালককে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জানা গেছে যে, ট্রাক চালক নেশাগ্রস্ত ছিল।