প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ২:০০ পি.এম
আমতলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

এস এম নাসির মাহামুদ , আমতলী (বরগুনা) প্রতিনিধি
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ শ্লোগান নিয়ে আমতলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর শনিবার সকালে এক আলোচনা সভার আযোজন করে। দিবসটি পালনে এএসএস, ওয়ার্ল্ড ভিশন, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও এফএইচ সহযোগিতা করে।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসনের সভাপতিত্বে সাংবাদিক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আমতলী থানার ওসি তদন্ত মো. আমির হোসেন সেরনিয়াবাদ, সাংবাদিক জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদার, আমতলী পৌর জামাতে ইসলামীর সভাপতি মো. নিজাম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল আহম্মেদ তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সামসুন নাহার ও এনএসএস এর ফেরদৌসি আক্তার প্রমুখ।
এছাড়া এনএসএস ওয়ার্ল্ড ভিশন আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী ইউনিয়ন পরিষদে কার্যালয়ে এনএসএস এর প্রোগ্রাম অফিসার মৃদুল সরকারের সভাপতিত্বে, হলদিয়া ইউনিয়নের চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার তানিয়া বেগমের সভাপেিত্বে এবং আমতলী এনএসএস লোকজ প্রশিক্ষন কেন্দ্রে ওয়ার্ল্ড ভিশন আমতলীর এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদারের সভাপতিত্বে পৃথক তিনটি আলোচন সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন আমতলীর এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদার বলেন, এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভায় উপস্থিত সবাই বাল্য বিবাহ নারী নির্যাতন বন্ধ এবং মাদকে না বলার শপথ গ্রহন করেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত