
এস এম নাসির মাহমুদ। আমতলী(বরগুনা) প্রতিনিধি:
বেসরকারী সংস্থা এন,এস,এস ও এডুকো বাংলাদেশ এর সহযোগিতায় ও এন,এস,এস আমতলী এর বাস্তবায়নে রবিবার বেলা ১১ টায় এন,এস,এর লোকজ রিসোর্স সেন্টার ও ফুড কর্নার মিলনায়তনে ইয়থ এনভায়রনমেন্ট স্টুয়ার্ড ফর ইকো ফ্রেন্ডলী কমিউনিটিস লার্নিং সেয়ারিং ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস এন,এস,এর নির্বাহী পরিচালক এড্ শাহাবুদ্দিন পান্না সভাপতিত্বে ওয়ার্কসপে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো: সাজেদুল ইসলাম, আমতলী যুব উন্নয়ন কর্মকর্তা মো: সাইফ্থল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জামাল হোসেন , প্রেসক্লাবের সাবেক সভাপতি যায়যায়দিন পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মো: রেজাউল করিম, আমতলী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাজধানী টিভি র আমতলী প্রতিনিধি এস,এম,নাসির মাহামুদ , ওয়ালর্ড ভিশন এর প্রগ্রাম ম্যানেজার মৃদুল সরকার , এন,এস,এর প্রগ্রাম কোঅর্ডিনেটর আলিয়া মান্নান জুগনু ,প্রগ্রাম পরিচালক মো: শহিদুল ইসলাম. বক্তব্য রাখেন এন,এস,্এস হাসানুল হক বান্না, তুষার আহম্মেদ মিঠু ,কাজল বেগম রাকিবুল ইসলাম, রেজাউল করিম (প্রমুখ)