
এস এম নাসির মাহমুদ ।। আমতলী( বরগুনা) প্রতিনিধি
আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাবেক মেম্বার মো জসিম উদ্দিন হাওলাদারের মমতয়ী মা ও আলহাজ্ব সেকান্দার আলী হাওলাদারের স্ত্রী মোসাম্মৎ সুফিয়া বেগম( ৭৫)বুধবার দিনগত রাত ২ টার সময় তার নিজ বাড়ী নাচনা পাড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। বৃহস্পতিবার বেলা ১১ টায় মরহুমার নামাজের জানাযায় ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উক্ত জানাযায় অংশ নেন ,আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো, জালাল উদ্দিন ফকির উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো মকবুল আহমেদ খান, মো, ইলিয়াস খান,, সদস্য সচিব মো, তুহিন মৃধা, পৌর বিএনপির আহবায়ক মো কবির ফকির, সদস্য সচিব মো, জালাল আহমেদ খান, বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো,মনিরুজ্জামান সদস্য সচিব মো নাসির উদ্দিন, উপজেলা বিএনপির নেতা এড, জসীম উদ্দীন, এড মাহববুর রহমান,ফিরোজ বিশ্বাস, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ময়নদ্দিন মামুন, আঃ রাজ্জাক,আমিনুল মৃধা,সাবেক কাউন্সিলর শাসমু চৌকিদার আমতলী ইউনিয়ন যুব দলের সভাপতি ইউপি সদস্য তাপস খান , উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক প্রভাষক রুহুল আমিন, আমতলী সরকারি কলেজের ছাএদলের সদস্য সচিব মো মনির ডাকুয়া ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউ পি সদস্য মোা বেল্লাল মিয়া সহ স্হানীয় সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলিম গন উপস্থিত ছিলেন ।