
এস এম নাসির মাহমূদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ডে ৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত আধুনিক দুটি বাসস্টান্ডের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১১টায় স্টান্ড দুটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম।
আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখওয়াত হোসেন তপু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী সামসুল হক, আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, উপজেলা বিএনপির সভাপতি মো, জালাল উদ্দিন ফকির। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন ফকির, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হারুন অর রশিদ,কাউন্সিলর সেলিম রেজা টিটু, যুবলীগের সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান, ছাত্রলীগের সাবেক সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজ প্রমুখ। সভায় বাসমালিক সমিতির নেতৃবৃন্তসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন আল ফাত্তাহ।
আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান জানান, ৭নং ওয়ার্ডের স্টান্ড থেকে দুরপাল।লার পরিবহনের বাস এবং ৩ নং ওয়ার্ডের স্টান্ড থেকে লোকাল বাস চলাচল করবে।