
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উওর তক্তাবুনিয়া গ্রামে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ভাই
ভাইদের দ্বন্দ্বে আপন চাচা আঃ বর হাওলাদার গংদের কর্তৃক মারধর, ভাতিজি মাফুজা ও ভাতিজি জামাই আবুবকর শিবলী শরীফ সহ ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন, আবুব্বকর শিবলী শরীফ,মোসা, মাফুজা, হেলেনা, রিয়াজ হাওলাদার, মো,মফিজ হাওলাদার,আঃ বর হাওলাদার, মো,মিলন হাওলাদার, সরেজমিনে গিয়ে জানা যায় ও আহত শিবলী শরীফ বলেন ,আমি ও আমার স্ত্রী মাহফুজা বেগম আউয়াল নগর দরবার শরীফের মাহফিল শেষে বাড়ী এসে দেখি আমার শশুর মো,মফিজ হাওলাদার তার নিজ পুকুর থেকে চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ ধরতে যাচ্ছিল। ভখন তার ছোট ভাই মো,আঃ বর হাওলাদার, মো,মিলন হাওলাদার পূর্বের শত্রুতা জের ধরে মাছ ধরতে বাধা দেয়, কথার কাটাকাটি এক পর্যায় আঃ বর হাওলাদারের নেতৃত্বে মো,মিলন হাওলাদার, তার স্ত্রী নুপুর বেগম, বর হাওলাদারের স্ত্রী মোশ্বেদা বেগম,বর হাওলাদারের মেয়ে শারমিন সহ আরো ৫/৬ জন অতর্কিত হামলা চালায় ও বেধরক মারধর করে এতে ঘটনা স্হলে আবুবক্কর শিবলী শরীফ, তার স্ত্রী মাহফুজা, হেলেনা বেগম, রিয়াজ হাওলাদার, মো,মফিজ হাওলাদার,আহত হন। তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে তাদেরকে আমতলী হাসপাতালে ভর্তি করেন। শিবলী শরীফ ও তার স্ত্রী মাহফুজা গুরুতর আহত হওয়ায় আমতলী হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরন করেন। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে।
আমতলী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন ঘটনাটি শুনেছি লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পাইলে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।