এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি :
আমতলী উপজেলার ১৭ হাজার ৭’শ ৬৯ হতদরিদ্র পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ চাল। বৃহস্পতিবার দুপুরে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন আমতলী উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে হতদরিদ্র পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফ চাল বিতরনের উদ্যোগ নেন। আমতলী উপজেলায় ১৭ হাজার ৭’শ ৬৯ জন পরিবারকে এ সহায়তায় আওতায় আনা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়। বৃহস্পতিবার আমতলী পৌরসভা চত্বরে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, যুব উন্নয়ন কর্মকতার্ সাইফুল ইসলাম, কাউন্সিলর নজরুল ইসলাম, আবুল বাশার রুমি, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, সেলিম রেজা টিটু, মুছা মোল্লা, লিমন মৃধা, নুরুজ্জামান ,হোসেন সিদ্দিক রেজওয়ান , আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন ও প্রেস ক্লাব সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম প্রমুখ।